নরসিংদী জেলার সর্বোস্তরে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে গরীব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের মানসে ১৯৮৭ সালের ১০ই এপ্রিল মরহুম এ.এম আনোয়ার হোসেন প্রতিষ্ঠা করেন স্বপ্নের খিদিরপুর কলেজ। গতানুগতিক শিক্ষার বিপরীতে ব্যতিক্রমধর্মী কিছু বৈশিষ্ঠ্য নিয়ে হত দরিদ্র শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে ধুমকেতুর মতো আভির্ভূত হয়েছিল নকল ও সন্ত্রাসমুক্ত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানরুপে। অল্প কিছুদিনের মধ্যে সচেতন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। মর্যাদা পায় জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানরূপে। কালের প্রবাহে ক্ষমতায় আসে প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্নপূরনকারী বর্তমান সরকার। যারা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে ডিজিটাল বিপ্লব সাধনের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের রোলমডেল হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এই ডিজিটাল অগ্রগতির অংশীদার হিসাবে খিদিরপুর কলেজ কোন ক্রমেই পিছিয়ে থাকতে পারেনা। সেই স্বপ্ন বাস্তবায়নে কলেজের নিজস্ব একটি ওয়েবসাইট খোলা অত্যন্ত জরুরী। উক্ত ওয়েবসাইটের মাধ্যমেই ঘরে বসেই বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তথ্য আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এখন থেকে শিক্ষাবোর্ড, মাউশি, মন্ত্রনালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে না গিয়েও ভর্তি, ফরমপূরণ, ও রেজিষ্ট্রেশন ও অন্যান্য কার্যাবলী সম্পন্ন করা সহজ থেকে সহজতর হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই কলেজ ওয়েবসাইটটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।
মোঃ ফারুকুজ্জামান দাড়ীয়া
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
খিদিরপুর কলেজ (ডিগ্রী)