সহশিক্ষাক্রমিক কার্যাবলি
শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদেএর সুপ্ত প্রতিভা বিকাশের জন্য নানাবিধ সংগঠন মূলক কাযৃক্রম সম্পাদন করা হয় তাকেই সহ শিক্ষাক্রমিক কার্যাবলি বলা হয়। সহশিক্ষাক্রমিক কার্যাবলির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তি সত্তার উৎকর্ষ সম্ভব হয়। পৃথিবীর সকল দেশেই মূল শিক্ষণ-শিখন কার্যক্রমের সাথে সাথে সহশিক্ষাক্রমিক কার্যাবলি অনুশিলন করা হয়। জীবন কেন্দ্রিক শিক্ষা, ব্যক্তিসত্তা, সুপ্ত প্রতিভার বিকাশ, ফলপ্রসু শিক্ষন, সুচরিত্র গঠন, ভবিষৎ জীবনের প্রস্তুতি প্রভূতির প্রতি গুরুত্ব বিবেচনা করেই যথাযথ ভাবে অত্র প্রতিষ্ঠানে অনুশীলন করা হয় সহ শিক্ষাক্রমিক কার্যাবলি।
সহশিক্ষাক্রমিক কার্যবলির তালিকাঃ
- সাংস্কৃতিক প্রতিযোগিতা।
- বিতর্ক প্রতিযোগিতা।
- দেয়ালিকা ও ম্যাগাজিন প্রকাশ।
- অভ্যন্তরীণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
- বৃক্ষরোপন অভিযান।
- কুইজ প্রতিযোগিতা।
- বার্ষিক নাটক।
- রচনা প্রতিযোগিতা।
- শিক্ষা সফর।