আমাদের সুযোগ-সুবিধা সমূহ
অনগ্রসর, হতদরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা প্রদান খিদিরপুর কলেজের ঐতিহ্যকে আরো বেশী বেগবান ও তাৎপর্যমন্ডিত করেছে। নিন্মে খিদিরপুর কলেজের প্রদত্ত সুযোগ-সুবিধার কয়েকটি দিক খুব সংক্ষেপে উপস্থাপন করা হল।
অনগ্রসর ও হতদরিদ্র মেধাবী শীক্ষার্থী সম্পুর্ন বিনা বেতনে / অর্ধ বেতনে অধ্যয়নের সুযোগ।
অত্যন্ত মনোরম পরিবেশে কলেজের নিজস্ব ছাত্রাবাসে অপেক্ষাকৃত দূরের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান।
কলেজে যাওয়া-আসার পথে অবস্থানরত খেয়াঘাট (নদী পারা-পার) গুলোতে কলেজের পক্ষ থেকে আর্থিক অনুদানের মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিনামূল্যে খেয়াঘাট পারা-পারের সুযোগ
অনগ্রসর, হতদরিদ্র ও অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনে বই, ইউনিফর্ম, শিক্ষা উপকরণ প্রদান সহ বিশেষ ক্ষেত্রে আর্থিক ভাবে সহযোগীতা করা।
এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্পুর্ন বিনা বেতনে অধ্যয়নের সুযোগ।
অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা।
কলেজের নিজস্ব ভবনে সমৃদ্ধ লাইব্রেরিতে প্রচুর পাঠ্য বই, রেফারেন্স বই সহ জাতীয় পত্রিকা পাঠের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞানকে প্রসারিত করার অবাধ সুযোগ।
অপেক্ষাকৃত দূরের ছাত্রীদের জন্য বিশেষ প্রয়োজনে কলেজের তত্বাবধানে সার্বিক নিরাপত্তাসহ ছাত্রী হোস্টেলের সু-ব্যবস্থা।